কুমিল্লা রেলস্টেশন এলাকা হতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-১১ ,সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর রেলস্টেশন এলাকা হতে ধারালো দেশীয় অস্ত্রসহ ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার।
সাম্প্রতিক সময় কুমিল্লা জেলায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় র্যা্যাব-১১, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামী ১। আশিক (৩২), পিতা-মৃত শিপন মিয়া, সাং-ধর্মপুর, থানা-কোতয়ালী মডেল, ২। জামিল হোসেন (১৯), মনির হোসেন, সাং-চিদরপুর, থানা-সদর দক্ষিণ, ৩। মোঃ জিসান (১৯), পিতা-মোঃ জাকির হোসেন, সাং-মোগলটুলী এবং ৪। আসিফুর রহমান @ আসিফ (২২), পিতা-বিল্লাল, সাং-সাহেবাবাদ, থানা-ব্রাহ্মণপাড়া, সর্বজেলা কুমিল্লা’ দেরকে আটক করা হয়।
এসময় তাদের নিকট হতে ০১ টি সুইচ গিয়ার, ০১ টি চাকু, ০১ টি এন্টিকাটার, ০২ টি বাটালি, ০১ টি টর্চ লাইট ও ০৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।
এছাড়াও তারা উপরোক্ত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।