২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২,৯৫,০০০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সোমবার সকালে বাঙ্গরাবাজার থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) আবদুল আজিজ এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনরগর থানাধীন ১৪নং নবীপুর (পূর্ব) ইউনিয়নের নগর পাড়া সাকিনস্থ জনৈক শফিকুল ইসলামের ৩ তলা বিশিষ্ট বিল্ডিং এর তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্লাটে কক্ষের ভিতরে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৯৫,০০০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১। মোঃ জসিম(৩৫), পিতা-আব্দুল হামিদ মিয়া, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-হায়দরাবাদ, ০৩নং আন্দিকোট ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা, ২। আব্দুল কাদের (৫৫), পিতা-মৃত আবু তাহের, মাতা-আনোয়ারা বেগম, সাং-উজানটিয়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, ৩। তাসফিয়া আক্তার হ্যাপী প্রকাশ জোনাকী(২৫), স্বামী-মনির হোসেন, মাতা-রুকসানা আক্তার, সাং-কড়ই বাড়ি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা ।

উক্ত আসামীদের বিরুদ্ধে মুরাদনগর থানার মামলা নং-০৭, তারিখ-১৭/০৭/২০২৩ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর সারণী ১০(খ)/৪১ তে মামলা রুজু করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!