৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল দাদি-নাতির সড়কে

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা স্কুলশিক্ষক ও তার নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন এই পরিবারেরই পাঁচ সদস্য ও চালক।

দেবীদ্বার পৌর এলাকার সাইলচর কোড়েরপাড় এলাকায় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজেরা বেগম ও তার পাঁচ বছরের নাতি আবির হোসেন। তাদের বাড়ি পৌর এলাকার বারেরা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেন মিরপুর হাইওয়ে ইনচার্জ মো. কামাল উদ্দিন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলার বড় শালঘর এলাকা থেকে একই পরিবারের পাঁচজন অটোরিকশায় করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাকের ধাক্কায় অটোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা লাগে।

স্থানীয়রা গিয়ে চালক ও যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়।

সেখানে হাজেরা ও আবিরের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাজেরার স্বামী বজলুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!