১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ২শ’ ৫ কোটি ভাতার টাকা যাচ্ছে উপকারভোগীদের মোবাইলে

নিজস্ব প্রতিনিধি
কোন প্রকার মাধ্যম ছাড়া কুমিল্লায় ২শ’ ৫ কোটি ভাতার টাকা সরাসরি উপকারভোগীদের মোবাইলে ফোনে পৌঁছে দেওয়া হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন সহ ১৭টি উপজেলায় মোট তিন লাখ ৫ হাজার ১৬৭ জন মানুষকে এ ভাতা প্রদান করা হচ্ছে। জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে বরাদ্দকৃত এ টাকা পৌঁছে দিচ্ছে কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়।

কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয় জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২০-২১ অর্থ বছরে জন প্রতি মাসিক ৫০০ টাকা হারে ৫৭ হাজার ৫৭২ জন নারীকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা হিসেবে ৩৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকা, মাসিক ৭৫০ টাকা হারে ৭২ হাজার ৬৯৯ জন ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা হিসেবে ৬৫ কোটি ৪২ লাখ ৯১ হাজার টাকা, মাসিক ৫০০ টাকা হারে ৩৭ জন বেদে দেওয়া হচ্ছে ২ লক্ষ্য ২২ হাজার টাকা, ৫০০ টাকা হারে অনগ্রসর জনগোষ্ঠী ৮৩০ জনকে ৪৯ লাখ ৮০ হাজার টাকা এবং মাসিক ৬০০ টাকা হারে ১১২ জন হিজরাকে ৮ লক্ষ্য ৬ হাজার ৪০০ টাকা ভাতা চলতি মাসের ১০ জুন এর মধ্যে প্রদান করা হবে।

কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন সহ ১৭টি উপজেলায় ৩ লাখ ৫ হাজার ১৬৭ জনকে ২শ ৪ কোটি ৯০ লাখ ৯৯ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। এতে উপকারভোগীদের আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট করতে হবে না। তারা বাড়ির আশপাশের যেকোন ‘নগদ’ বা ‘বিকাশ’ এজেন্ট থেকে এ ভাতার টাকা উত্তোলন করতে পারবেন বলে তিনি জানান।

আরো দেখুন
error: Content is protected !!