[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে মাটি সরে বেরিয়ে এলো মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে। বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি সরে গিয়ে মর্টার শেলটি বেরিয়ে আসে।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে, সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিল।

গত সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মাটি সরে গিয়ে মর্টার শেলটি বেরিয়ে আসে।

স্থানীয়রা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মর্টার শেলটি দেখতে পায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে দূরে সরিয়ে দেয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।

আরো দেখুন
error: Content is protected !!