৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় স্যালাইনের কৃ‌ত্রিম সঙ্কট; ৫ ফার্মেসী‌কে ভোক্তার অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীতে অ‌তি‌রিক্ত মূ‌ল্যে স্যালাইন বি‌ক্রি ও লু‌কিয়ে রে‌খে কৃ‌ত্রিম সঙ্কট তৈরির অভিযোগে ৫ ফা‌র্মেসী‌ দোকানীকে ৩৬ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঝাউতলা ও পু‌লিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা মহানগরীর ঝাউতলা ও পু‌লিশ লাইন এলাকায় অ‌তি‌রিক্ত মূ‌ল্যে স্যালাইন বি‌ক্রি এবং কৃ‌ত্রিম সঙ্কট তৈরির অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সালদা মে‌ডি‌সিন হলকে ১০ হাজার টাকা, হাসান মে‌ডি‌সিন কর্ণারকে ৮ হাজার টাকা, কিউ‌পিএস ফা‌র্মেসীকে ১০ হাজার টাকা, না‌বিলা ফা‌র্মেসীকে ৫ হাজার টাকা এবং ফয়সাল মে‌ডি‌সিন কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় হাসান মে‌ডি‌সিন কর্ণারে লু‌কি‌য়ে রাখা ১৫পিস জব্দ ক‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীদের মা‌ঝে বিনামূ‌ল্যে বিতরণ করা হয়।

অভিযান চলাকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

আরো দেখুন
error: Content is protected !!