৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৫৮ লক্ষ টাকা মুল্যের অবৈধ ভারতীয় বাজি আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।

বিজিবির ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ২ লাখ ৯৪ হাজার পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করে।

অভিযানের বিষয়ে ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!