কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজতীকে জুতার ভিতর গাজা দিতে গিয়ে শ্রীঘরে গেলেন এক স্বজন।
নিজস্ব প্রতিবেদক।।
কারাগারের স্বজনকে মিষ্টি বা মজার খাবার নয় দেখতে এসেছেন জুতার ভিতর গাঁজা নিয়ে! কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে।
হাজতি স্বজনকে জুতার সোল্ডের ভিতর ৩ প্যাকেট গাঁজা সরবরাহ করতে গিয়ে ধরা খেয়েছেন ওই স্বজন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন মঙ্গলবার( ৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজারের জোলমত মিয়ার ছেলে শান্ত কুমিল্লা কারাগারে আটক হাজতি বন্দি মোতালেব হোসেনকে দেওয়ার জন্য ১ জোড়া চামড়ার জুতা ও পোষাক নিয়ে আসেন।
সেগুলো কারা ক্যান্টিনে দায়িত্বরত কারারক্ষী মোঃ মাসুদের নিকট জমা দেন। এ সময় কারারক্ষী মাসুদের সন্দেহ হলে তিনি অপর কারারক্ষী মোঃ সানিকে জুতা জোড়া দেখান। জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে আনা হয়।
তার আনা জুতার নিচের অংশ খোলা হয়। এসময় জুতার সোল্ড থেকে সাদা পলিথিন মোড়ানো ৩ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, দুইজন এসেছেন জুতা নিয়ে। সন্দেহ হলে আরেকজন পালিয়ে যান। জুতা থেকে ৯১গ্রাম গাঁজা পাওয়া যায়।
হাজতি মোতালেব হোসেন মাদক মামলায় কারাগারে এসেছেন। তাকে আলাদা সেলে রাখা হয়েছে। অভিযুক্ত দর্শনার্থীর বিরুদ্ধে মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।