[gtranslate]
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৫ আসামি

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লাকসামে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

আজ সোমবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না আক্তারের আদালতে এ জবানবন্দি দেওয়া হয়। এছাড়াও একই আদালতে নির্যাতিত ওই নারী ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছে।

আজ রাতে এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

তদন্তকারী কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত ৫ আসামির মধ্যে মোহাম্মদ আলী ও সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মাসুদ ওই নারীকে পৃথক দুটি স্থানে নিয়ে ধর্ষণ করে। অন্যরা ধর্ষণে সহায়তা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য, ভুক্তভোগী নারী ঘটনার আদ্যপ্রান্ত বর্ণনা করেছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, কিছু টেস্ট বাকি আছে। মঙ্গলবারের মধ্যে এগুলো শেষ হলে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

আরো দেখুন
error: Content is protected !!