২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় এক মন গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা প্রাইভেটকার ভর্তি গাঁজা পারচাকালে দু’জনকে আটক করা হয়। সোমবার ভোর সাড়ে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় প্রাইভেটকারে এক মন গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে মোঃ জসীম উদ্দীন (৪২) ও চট্টগ্রাম জেলার সিতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ নুরুল কাদের (২৬)। তাদের মধ্যে নুরুল কাদের প্রাইভেটকার চালক। তারা দু’জনেই যোগসাজেশে মাদক দীর্ঘদিন ধরে মাদক পাচার করতো। আটক দুইজনকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুজ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আটক দু’জনকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!