কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৬২
মহানগর ডেস্ক।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন । এ সময় ৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৮ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট রবিবার বিকেল থেকে ৯ আগস্ট সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১১৯ জনই কুমিল্লা মহানগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ১৬, সদর দক্ষিণের ১৪, বুড়িচংয়ের ১২, চান্দিনায় ১০, চৌদ্দগ্রামের ২৪, দেবিদ্বারের ১৪, দাউদকান্দির ৬, লাকসামের ৬১, লালমাইয়ের ৮, নাঙ্গলকোটের ৩৪, বরুড়ার ৭৭, মনোহরগঞ্জের ১৬, মেঘনায় ১৪, হোমনায় ১৮, তিতাস১, ব্রাক্ষণপাড়া ১৩, মুরাদনগরের উপজেলার ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে দাউদকান্দির ৪ জন এবং কুমিল্লা নগরীর, চৌদ্দগ্রাম ও মুরাদনগরের ২ জন করে রয়েছেন। এদিকে আদর্শ সদরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ২ জন নারী এবং ৯ জন পুরুষ।