[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি

✒️মহানগর ডেস্ক
করোনা আক্রান্তদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

বুধবার সন্ধ্যায় নগরীর তাল পুকুর পাড়ের জাগ্রত মানবিকতা সংগঠনটির কার্যালয়ে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার পক্ষে সেগুলো গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।

অনুষ্ঠানে সাইফুল আলম রনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমার নিজস্ব উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। প্রয়োজনে আরও অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।’

অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান তিনি।

সাইফুল আলম রনি আরও বলেন, ‘বিগত দিনেও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে আমি নিজস্ব উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমরা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির প্রতি তার মহতি উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘জাগ্রত মানবিকতা সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে।’

আরো দেখুন
error: Content is protected !!