২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ০৭ জনের। মৃত্যু ০২

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১২জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও০৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ০২৩জন। আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৪৮জনে দাঁড়ালো।

গতকাল ১১জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৮০। সর্বমােট নমুনা প্রেরন: ৭৭,৭৮৮। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৭৭। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৭,৫৭৮। গত ২৪ঘন্টায় শনাক্ত: ০৭।

সিটি- ০২ আদর্শ সদর- ০১ বুড়িচং- ০১ চান্দিনা- ০১ চৌদ্দগ্রাম- ০১ দেবিদ্বার- ০১। সর্বমােট শনাক্ত: ১৩,০২৩। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৯.১%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩০। সিটি- ৩০। সর্বমােট_সুস্থ: ১০,৯১৩। গত ২৪ঘন্টায় মৃত: ০২। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: বুড়িচং- ০১ (পুরুষ, ৭৫ বছর) দেবিদ্বার- ০১ (পুরুষ, ৬৫ বছর)। সর্বমােট মৃত: ৪৪৮। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৯
এদের মধ্যে নতুন সনাক্ত: ০১

আরো দেখুন
error: Content is protected !!