২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ১৭০ জনের। মৃত্যু২

✒️মহানগর ডেস্ক
০৩জুলাই কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৭০জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪২জন। আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৮৪জনে দাঁড়ালো।

গতকাল ০৩জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান,গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ১৩২। সর্বমােট নমুনা প্রেরন: ৮৫,৮৩৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ৫২২।সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৮৪,৯৬৫। গত ২৪ঘন্টায় শনাক্ত: ১৭০।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি- ১২০ আদর্শ সদর- ০৪ সদর দক্ষিণ- ০৩বুড়িচং- ০৪ ব্রাহ্মণপাড়া- ০২ চান্দিনা- ০২ চৌদ্দগ্রাম- ০৮ দেবিদ্বার- ০৫ দাউদকান্দি- ০২ লাকসাম- ০৬ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০৬ বরুড়া- ০৪ মনোহরগঞ্জ- ০২ হোমনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৪,৬৬২। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৩২.৬%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪৫ সিটি- ৪০ মনোহরগঞ্জ- ০৫। সর্বমােট সুস্থ: ১১,৮৪৫। গত ২৪ঘন্টায় মৃত: ০২

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০২ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: দাউদকান্দি- ০১ (পুরুষ, ৭৫ বছর) সিটি- ০১ (মহিলা, ৩৫ বছর)

সর্বমােট মৃত: ৪৮৪। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০৫। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৭

আরো দেখুন
error: Content is protected !!