১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২৬ জনের। মৃত্যু ০১

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০১লা জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৯জন।

আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩৫জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৩৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৫,৬৬৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৬৩। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৫,২০২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৬

সিটি- ১০ আদর্শ সদর- ০১ চৌদ্দগ্রাম- ০৩ দেবিদ্বার- ০১ লাকসাম- ০২ নাঙ্গলকোট- ০৬ বরুড়া- ০৩

সর্বমােট শনাক্ত: ১২,৮১৯। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৯.৯%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫। সিটি- ৩৫। সর্বমােট সুস্থ: ১০.৫%। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: বরুড়া- ০১ (মহিলা, ২৭ বছর)। সর্বমােট মৃত: ৪৩৫। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ৭০। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!