bn বাংলা
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২৬ জনের। মৃত্যু ০১

সৈয়দ বদরুদ্দোজা টিপু
গতকাল ০১লা জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৯জন।

আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩৫জনে দাঁড়ালো।

গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ২৩৯। সর্বমােট নমুনা প্রেরন: ৭৫,৬৬৪। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৬৩। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৫,২০২। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৬

সিটি- ১০ আদর্শ সদর- ০১ চৌদ্দগ্রাম- ০৩ দেবিদ্বার- ০১ লাকসাম- ০২ নাঙ্গলকোট- ০৬ বরুড়া- ০৩

সর্বমােট শনাক্ত: ১২,৮১৯। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ৯.৯%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৩৫। সিটি- ৩৫। সর্বমােট সুস্থ: ১০.৫%। গত ২৪ঘন্টায় মৃত: ০১। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১। উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: বরুড়া- ০১ (মহিলা, ২৭ বছর)। সর্বমােট মৃত: ৪৩৫। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ৭০। এদের মধ্যে নতুন সনাক্ত: ০০

আরো দেখুন
error: Content is protected !!