২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা শনাক্ত ২৬ জনের। মৃত্যু ০১

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২০জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৬জন।আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছে। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫৬জনে দাঁড়ালো।

গতকাল ১৯জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, গত ২৪ঘন্টায় নমুনা প্রেরণ: ৪৩০। সর্বমােট নমুনা প্রেরন: ৮০,২১৯। গত ২৪ঘন্টায় রিপোর্ট প্রাপ্তি: ২৪৬। সর্বমােট রিপোর্ট প্রাপ্তি: ৭৯,৬৭৫। গত ২৪ঘন্টায় শনাক্ত: ২৬

সিটি- ১২ আদর্শ সদর- ০১ বুড়িচং- ০২ ব্রাহ্মণপাড়া- ০১ দেবিদ্বার- ০১ দাউদকান্দি- ০১ লালমাই- ০১ নাঙ্গলকোট- ০১ বরুড়া- ০৩ মনোহরগঞ্জ- ০২ মেঘনা- ০১

সর্বমােট শনাক্ত: ১৩,৩০৬। গত ২৪ঘন্টায় শনাক্তের হার: ১০.৬%। গত ২৪ঘন্টায় সুস্থ: ৪০। সিটি- ৩২। চান্দিনা- ০৮ সর্বমােট সুস্থ: ১১,২৩৫। গত ২৪ঘন্টায় মৃত: ০১

এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত: ০১ উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা: সিটি- ০১ (পুরুষ, ৫৫ বছর)। সর্বমােট মৃত: ৪৫৬। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা: আজকের রিপোর্ট প্রাপ্তি: ১০২। এদের মধ্যে নতুন সনাক্ত: ০২

আরো দেখুন
error: Content is protected !!