৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ জুলাই সোমবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার বেলঘর মোল্লাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে মাদক পরিবহনের সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত নুরুল আমিন এর ছেলে মোঃ জাহিদ হাসান (২২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটর সাইকেল করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!