[gtranslate]
১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে সঙ্ঘবদ্ধ ডাকাতদল।

সোমবার (১৭ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় নয় থেকে ১০ জনের নামে মামলা করেছেন চট্টগ্রামের লোহাগড়ার গরু ব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ।

মামলায় তাওসীফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তাদের গরু ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের মো: সেলিম মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের চালক মো: সেলিমের ট্রাকে করে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশে রওয়ানা করেন প্রতিনিধি সেলিম।

রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে নয় থেকে ১০ জনের একটি টিম লেজার লাইট দিয়ে ট্রাকটি থামানোর সঙ্কেত দেয়।

সঙ্কেত পেয়ে চালক মো: সেলিম ট্রাক থামালে ট্রাকে মাদকদ্রব্য আছে বলে চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে ডাকাতদল তাদেরকে হাইয়েস গাড়িতে উঠায়। পরে তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কসটেপ দিয়ে মুখ বেঁধে দেয়।

দলের সদস্যরা তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরমধ্যে সংঘবদ্ধ ডাকাতদলের দু’ সদস্য গরুবোঝাই ট্রাকটি চালিয়ে চলে যায়। ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে রোববার ভোর রাতে লালমাইয়ে সড়কের পাশে একটি ঝোপে ফেলে যায়।

সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো: সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাত ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি অবগত করেন। পরে তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকে জানায়।

সঙ্ঘবদ্ধ ডাকাতদল ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকাসহ ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুট করে।

মামলায় আরো উল্লেখ করা হয়, সঙ্ঘবদ্ধ ডাকাতদলের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স, টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দু’জনের হাতে দু’টি পিস্তল ও একজনের হাতে একটি হ্যান্ডকাফ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ অজ্ঞাত পরিচয় ডাকাতদলের বিরুদ্ধে মামলা করেছেন। ডাকাতদলকে গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আরো দেখুন
error: Content is protected !!