[gtranslate]
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: কুমিল্লা।।
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ‘ডেনিম’ গার্মেন্টস এর শ্রমিকেরা।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর একটা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে সড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।বিষয়টি নিশ্চিত করছে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল চৌধুরী।

তিনি জানান, বেতনসহ নানা দাবিতে ডেনিম’ গার্মেন্টস এর শ্রমিকরা কুমিল্লা চান্দিনা হাড়িখোলা অবস্থায় নিয়েছে। যার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরো দেখুন
error: Content is protected !!