১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদির সহ ডিবি পুলিশের একটি দল সোমবার ভোর রাতে সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শ’ত বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ সাব্বির হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃত মদক ব্যবসায়ী জেলার সদর দক্ষিন উপজেলার দরি বঠগ্রাম গ্রামের সোলেমান এর পুত্র।

এদিকে পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদির সহ ডিবি পুলিশের দলটি সদর দক্ষিন উপজেলার রামপুর রাস্তার মাথা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আনিসুর রহমান (৩০), পিতা হারুন-অর-রশিদ, গ্রাম- পশ্চিম হুগলিয়া, মোহাম্মদ মাইনুদ্দিন, পিতা ফজলু মিয়া, গ্রাম- দয়াপাড়া, উভয় থানা- দাউদকান্দি মডেল, জেলা কুমিল্লা কে গ্রেফতার করে।

উভয় ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!