কুমিল্লা তিতাসে কন্টেইনারের ধাক্কায় উপড়ে পড়লো গাছ
তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে কন্টেইনারের ধাক্কায় উপরে পড়ে একটি বিশাল গাছ। এতে হোমনা টু গৌরিপুর সড়কের যানচলাচল প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ টায় হোমনা টু গৌরিপুর সড়কের শিবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টায় মালবাহী একটি কন্টেইনার ঢাকা থেকে হোমনা যাওয়ার সময় তিতাস উপজেলার শিবপুর নামক এলাকায় সড়কের পাশে হেলে থাকা একটি গাছে ধাক্কা দিলে গাছটি কন্টেইনারের উপরে পরে যায়৷
সড়কের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটিও ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্থ হয়৷ এরপর হোমনা টু গৌরিপুর যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রায় দুই ঘন্টার পর বিকেল ৩ টার দিকে হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে কন্টেইনারের ধাক্কায় গাছ পরে যাওযায় হোমনা টু গৌরিপুর সড়ক বন্ধ থাকায় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পরে৷
তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, কন্টেইনারের ধাক্কায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বন্ধ জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় সড়ক থেকে গাছটি অপসারনে সক্ষম হই। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।