২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা দেবিদ্বার ও বুড়িচংয়ে আগামী ৭ই ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার দেবিদ্বার ও বুড়িচংয়ে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৭ই ফেব্রুয়ারি।

দুই ইউপিতে থাকছে ইভিএম। আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি।

পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে।

আরো দেখুন
error: Content is protected !!