৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝোপের ভিতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিহলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবজি ব্যবসায়ীর নাম মো. মনির হোসেন (৩৫)। তিনি জেলার দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। ভ্যানগাড়ি যোগে বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে সবজি ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মনির তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ি দিয়ে সবজি ক্রয়ের জন্য নিমসার বাজারের উদ্দেশে যান। রাতে মনির আর বাড়ি ফেরেনি।

রবিবার সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়।

দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি।

নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

আরো দেখুন
error: Content is protected !!