কুমিল্লা বরুড়ায় বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎ খুটির তারে জড়িয়ে কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় বাড়ির ছাদে খেলতে গিয়ে খুটির তারে জড়িয়ে ১৩ বছরের কিশোরী ফারিয়া আক্তারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামে এ ঘটনা । নিহত ফারিয়া ১নং আগানগর ইউনিয়নের জগদাসার গ্রামের ওমর ফারুকের মেয়ে।
এ ঘটনায় নাসরিন (১৪) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত দশটায় বিষয়টি নিশ্চিত করেছে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।
জানা যায়, নিহত ফারিয়া খালা বাসায় বেড়াতে এসেছিল । বিকালে খালাতো বোন নাসরিনকে সাথে নিয়ে ছাদে খেলতে যায় । এ সময় অসাবধানতা বশত ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ খুটির তারে জড়িয়ে দুইজনে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার ফারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন । আহত নাসরিনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল জানান, পল্লী বিদ্যুৎতের নিকট এই ঝুঁকিপূর্ণ লাইন সরানোর জন্য আবেদন করেছি। গত দুই বছর চেষ্টা করে কোন লাভ হয়নি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে।
বরুড়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দিন বলেন, ভবনটি একতলা থেকে দোতলা করার পর লাইটি ঝুঁকিপূর্ণ হয়। কবে আবেদন করেছে তাৎক্ষণিক ভাবে বলতে পারছি না। আবেদন করার পর টাকা জমা দিলে দ্রুত সময়ের মধ্যে আমারা এসব ঝুঁকিপূর্ণ লাইন সরিয়ে দেই । দুই বছর ধরে চেষ্টা করেছে এই অভিযোগটি সত্য নয় ।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটি আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামে , তবে নিহত মেয়েটির বাড়ি জগদাসার গ্রামে। শুনেছি মেয়েটির দাফন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । বিস্তারিত পরে জানানো হবে।