bn বাংলা
২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লা বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনায় গাড়ি চাপায় জাকির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর ‘সামিট পাওয়ার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন কৃষ্ণপুর গ্রামের আশ্রাফ উদ্দিন মাস্টার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে বেপরোয়া দ্রুতগাতীর একটি বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই মোটরসাইকেল আরোহীর।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সালেহ্ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

আরো দেখুন
error: Content is protected !!