৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মহাসড়কে বাসচাপায় এক দম্পতি নিহত

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পার হতে গিয়ে এক দম্পতি বাসচাপায় নিহত হয়ছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের দুই সন্তান। দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া ও তার স্ত্রী লুৎফা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, সন্তানদের নিয়ে একটি গাড়ি থেকে কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামেন ওই দম্পতি। বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক হেঁটে পার হচ্ছিলেন তারা।

এসময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে ইদ্রিস মিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দম্পতির দুই সন্তানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।

ওসি বেলাল জানান, মরদেহ দুটি থানায় আছে। বাসচালক আবদুর রহমানকে আটক করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!