৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা মুদাফরগঞ্জ এলাকা হতে ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ১৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। কুমিল্লায় ১৪৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২ লাকসাম থানার মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী নুর ইসলামমের ছেলে মোঃ মুরাদ হোসেন উজ্জল(২৬) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবাগল গ্রামের মৃত মান্নান মোল্লা’র মেয়ে কল্পনা আক্তার (৪০)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যোগসাজসে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!