৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংচাইল এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২০ বছরের আকরাম হোসেনের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামে। পুলিশের ধারণা, নিহত আকরাম অটোচালক হতে পারেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন।

তিনি জানান, কুমিল্লাগামী ট্রাকের সঙ্গে ঘটনাস্থলে ব্রাহ্মণবাড়ীয়াগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আকরাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত দুজনকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বলেন, ‘ট্রাক ও অটোরিকশা ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছি। এ ছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছি।’

আরো দেখুন
error: Content is protected !!