ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চান্দিনা প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্টেশন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুন) দুপুরে অভিযান পরিচালনা করে ২০টি মামলার মধ্যমে ৫০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে। আদালত এসময় বাস-বে ব্যবহার করার পরামর্শ প্রদান করেন।
মহাসড়কে যানজট নিরসনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই প্রেমধন মজুমদারের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।