৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর স্বামীকে গলা কেটে’ হত্যা

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ শিল্পী বেগমকে আটক করেছে পুলিশ।

উপজেলার গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ৫০ বছরের শুক্কুর আলীর বাড়ি একই এলাকায়। সংসারে তাদের এক মেয়ে ও দুই ছেলে আছে। তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো.শাহাবুদ্দিন জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

আজ বেলা ১১টার দিকে বাড়িতে বসেই শেভ করছিলেন শুক্কুর আলী। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে তার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলীর হাতে থাকা ব্লেড দিয়েই তার গলা কেটে দেন শিল্পী।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুক্কুর আলী। পরে প্রতিবেশী ঘটনা জানতে পেরে শিল্পীকে আটক করে পুলিশে খবর দেয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো দেখুন
error: Content is protected !!