১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দিলু রোকিবা’র -বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবিতা-“বটোবৃক্ষ,,

“বটোবৃক্ষ,,

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবিতা

-দিলু রোকিবা

উষ্ণ ভূমির প্রান্তরে উষ্ণ গরম,
বা তীব্র লু হাওয়া বইছে আকাশে–
বাতাসে,চাই আজ শীতল বটো বৃক্ষ,
যার মূল থিম ছিলো মানবিক
ছায়া ও শান্তির মখমল বিছানা চাদর,
আজ সব উজাড় করে দিচ্ছে
এই প্রশান্তি বুক ভরা মায়াময় ছায়ার পাতুরি—
যার জন্য বিস্তার বৃক্ষ প্রান্তরে ভূমি
ফসলের যৌবনে কৃষকের হাসি
-এইতো আমি।

প্রশ্ন হলো- কে সেই আমি?
যার নিচে বসে পথিক এক দন্ড
গামছা পেতে বিশ্রাম নেয়—
-আফসোস সেই ছায়া কি করে নিধন?

আমিতো সেই বৃক্ষ- যে মানবের প্রাণ,
একাধারে বিলিন করেও আমি- না চাই প্রতিদান।
তবুও মানব সম্প্রদায় বহুরূপী প্রাণ
শৈবালের আচরণে রুপান্তরিত হয়ে
তবুও দেখায় সান-।

যা আজ কোথায়?
করোনার সংকটে সারা পৃথিবীতে শব পোড়া আর
লোবানের গন্ধ বিধুর ধূপ—
নোংরা হচ্ছে আজ নিঃশ্বাসে প্রান্তর
মৃত্যুর মিছিল শুনে ও মানব না থাকে ঘর ,

গাছ হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা
ও সুস্থ ভাবে বেঁচে থাকার অক্সিজেন—-
সেই সবুজের সমারোহ নীল ফড়িং
উড়ুক আবার গাছের শাখায় পাতায়–
আর আমার বটো বৃক্ষ •••

ঢাকা ,
মোহাম্মদপুর
স্বয়ং সংরক্ষিত

আরো দেখুন
error: Content is protected !!