[gtranslate]
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

দেবীদ্বার প্রতিনিধি।।

বাড়ির মালিক গিয়াস উদ্দীনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দিয়েছে। এতে দুইটি বসতঘর পুড়ে গেছে ও একটি গরুর মৃত্যু হয়েছে।

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

দেবীদ্বার উপজেলার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক গিয়াস উদ্দীনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দিয়েছে। এতে দুইটি বসতঘর পুড়ে গেছে ও একটি গরুর মৃত্যু হয়েছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে রাত ১২টার দিকে তারা পৌঁছান। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তদন্তের পর তারা এ বিষয়ে জানাবে।

এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন বাড়ির মালিক গিয়াস উদ্দীন।

আরো দেখুন
error: Content is protected !!