৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার প্রার্থীকে মাহতাব হোসেনের ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপ-নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খাঁনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাহতাব হোসেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বিশিষ্ট শিল্পপতি মাহতাব হোসেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করেন।

এছাড়া পবিত্র ঈদুল ফিতরের পূর্বে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা ২০ হাজার অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মাহতাব হোসেন গত ৬ জুন কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন চেয়ে বাংলাদেশ আওয়ামলীগের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ৯ জুন নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

গত ১২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডেভোকেট আবুল হাসেম খানকে নৌকার প্রতিকের প্রার্থী হিসেব ঘোষনা করেন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেমের হাতে ফুল দিয়ে একাত্ততা প্রকাশ করেন মাহতাব হোসেন। এছাড়া আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচন পর্যন্ত নৌকান প্রতিকের হয়ে প্রচার-প্রচারণায় অংশগ্রহন করবেন বলে জানান মাহতাব হোসেন।

আরো দেখুন
error: Content is protected !!