[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকার চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় প্রাইভেটকার চাপায় রবিউল হোসেন ও আনিস নামের ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিস (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

ওসি আরও বলেন, মহাসড়কের সৈয়দপুর স্টেশনে একটি সেলুনে চুল কেটে মহাসড়ক অতিক্রম করে বাড়ি যাচ্ছিল রবিউল এবং আনিস।

এ সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। আহত অবস্থায় আনিসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!