২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মতিঝিলে গ্যারেজে আগুন: পুড়ে ছাই গাড়ি, বাস

👁️নিউজ ডেস্ক ✒️
রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পিছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। প্রায় ৫০ মিনিট পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত তাও জানা যায়নি।
আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। গাড়ি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে যায়।

আরো দেখুন
error: Content is protected !!