২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ থাকবে -পথ হারাবে না বাংলাদেশ -এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি।।

যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ থাকবে -পথ হারাবে না বাংলাদেশ -এমপি বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, যে মানুষটি কারাগারের অন্তরালে তাঁর জীবনের ১৪টি বছর পাড় করেছেন, সেই বঙ্গবন্ধুকে জাতির কুলাঙ্গার সন্তানরা হত্যা করেছে।

বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও একুশ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু নেত্রী শেখ হাসিনার উপর আল্লাহর রহমত ছিলো বলেই তিনি এই বর্বরোচিত হামলা থেকে বেঁচে গেছেন।

তাই আজ একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। বর্তমানে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কাটিয়ে উঠবে ইনশাল্লাহ।

যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ থাকবে -পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা টিকে থাকলে বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হবে। তাই আসুন আল্লাহর দরবারে নেত্রীর দীর্ঘ জীবনের জন্য দোয়া করি আগামী নির্বাচনে তাঁর হাতে আবারও দেশের শাসনভার তুলে দিতে হবে। তাই শেখ হাসিনাকে বিজয়ী করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে ধনুয়াখলা ঈদগা মাঠে আয়োজিত তৃণমূল জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার আরও বলেন, শেখ হাসিনার সরকারের পরিকল্পিত উন্নয়নে এক সময়ের অবহেলিত কালিরবাজার আজ উপ-শহরে পরিনত হয়েছে।

১৯৯১ সালে নির্বাচন করতে এসে কাঁচা রাস্তায় কাঁদা দিয়ে গাড়ী নিয়ে প্রচারণা চালাতে পারিনি। মটর সাইকেলে চলতে হয়েছে। ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম সেশনেই কালিরবাজার ইউনিয়নে ৩০ কি.মি রাস্তা পাকা করেছি।

আকবর হোসেন তিনবার মন্ত্রী হয়েও এক কি.মি. রাস্তা পাকা করতে পারেননি। আজ কালিরবাজারের কোথায়ও কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না।

কালিরবাজারে আজ বড় সমস্যা মাদক আর অশিক্ষা। মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা ঈদ গাঁ মাঠে আয়োজিত ১ নং কালিরবাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এমপি বাহার ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার আগে এমপি বাহার প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কাবিলা-কালিরবাজার সড়কের প্রশস্থকরণ কাজের উদ্বোধন, প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যায়ে কমলাপুর-কৃঞ্চপুর ভায়া বেলতলী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ৬১ লাখ টাকা ব্যায়ে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।

কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সেকান্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. ইউনুছ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত জনতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একজন অসহায় ব্যক্তির জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করা, গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান সহ বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি বাহার।

আরো দেখুন
error: Content is protected !!