[gtranslate]
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার পাশাপাশি চান্দিনায় শ্বেত ও সবুজ বিপ্লব করবো

মহানগর ডেস্ক।।
কুমিল্লা চান্দিনা উপজেলায় রাস্তঘাটের উন্নয়ন প্রয়োজন। শিক্ষা বিস্তারের আরো কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত। আমি যদি নির্বাচিত হই তাহলে চান্দিনা উপজেলায় শিক্ষার পাশাপাশি দুধ ডিম, কৃষি উন্নয়ণে কাজ করবো। মোট কথা উপজেলায় শ্বেত ও সবুজ বিপ্লব ঘটাবো।

রবিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা ৭ চান্দিনার সাবেক সাংসদ অধ্যাপক আলী আশরাফের কবরে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে গিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, কুমিল্লা চান্দিনার মাটি ও মানুষের নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি ছিলেন একজন শিক্ষানুরাগী। আমি যদি নির্বাচিত হই অবশ্যই প্রয়াত অধ্যাপক আলী আশরাফের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে প্রয়াত সাংসদ আলী আশরাফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পরে অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত চান্দিনা উঝানি পীরের মাজার জেয়ারত শেষে এলাকাবাসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কুমিল্লা ৭ চান্দিনা আসনের উপনির্বাচন। গত ৩০ জুলাই অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূণ্য ঘোষণা করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!