bn বাংলা
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিমছড়ি সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

জনমানবহীন কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ঢেউয়ে ভেসে এসেছে একটি বড় মৃত তিমি। তবে এটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১টায় স্থানীয়রা সাগরের পানিতে ভাসমান তিমিটিকে দেখতে পান বলে জানান স্থানীয় ব্যবসায়ী আবদুর শুক্কুর। পরে কাছে গিয়ে এটিকে মৃত দেখতে পান তারা।

তিনি জানান, তিমি মাছটির পেছনের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতের কারণেই এটি মারা গেছে।

তিনি আরও জানান, গভীর সাগরের কোথাও এটিকে শিকারিরা হত্যা করেছে বলে ধারণা তাদের। সেখানে মারা যাওয়ার পর ভাসতে ভাসতে এটি তীরে এসে ভিড়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি একটি তিমি মাছ। অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুঁড়ি কিছুই নেই।

এর মারা যাওয়ার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময়েও সৈকতে কিছু মৃত ডলফিন ভেসে এসেছিল। এর মাঝে বেশ কয়েকটিকে শিকারিরা হত্যা করেছিল।

আরো দেখুন
error: Content is protected !!