২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ কুমিল্লায় করোনায় ৭ জন মারা গেলেন। আক্রান্ত হলেন ৩০৩ জন।

✒️ মহানগর ডেস্ক
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও  সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩০৩  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৬  জন, আদর্শ সদর উপজেলার ১৪ জন, সদর দক্ষিণে ৭ জন, বুড়িচংয়ের ১১ জন, ব্রাহ্মণপাড়ার ১১ জন, চান্দিনার ১৫, জন, চৌদ্দগ্রামের ১৫ জন, দেবিদ্বারের ১০ জন, দাউদকান্দির ২৫ জন, লাকসামের ২২ জন, লালমাইয়ের ৫  জন, নাঙ্গলকোটে ৯ জন  বরুড়ায় ২৭ জন,  মুরাদনগরের ১৭ জন ও তিতাসের ৬ জন ও , মেঘনায় ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। মৃতরা কুমিল্লা নগরীর তিনজন, বরুড়ার দুই জন,  আদর্শ সদর একজন, ও সদর দক্ষিণে একজন। তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় ১৫ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০০ জন।

আরো দেখুন
error: Content is protected !!