আট মিনিটের জাদুতে বড় জয়ে শুরু চ্যাম্পিয়ন পর্তুগালের
স্পোর্টস ডেস্ক
বিরতির বাঁশি বাজার বাকি তখন দুই মিনিট। হাঙ্গেরির গোল মুখে সহজতম সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল লাইনের খুব কাছ থেকেও বারের ওপর দিয়ে মেরে বসেন পর্তুগালের সবচেয়ে বড় এই তারকা। মনে হচ্ছিল, রোনালদোর এই ভুলের মাশুল দিয়ে হয়তো জয়বঞ্চিত থাকতে হবে পর্তুগালকে।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের একদম শেষ দিকে সব হিসেব বদলে দিয়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। মাত্র আট মিনিটের ব্যবধানে তিন গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। যেখানে অধিনায়ক রোনালদো একাই করেছেন জোড়া গোল। অন্যটি এসেছে রাফায়েল গুররেইরোর পা থেকে।
এ জোড়া গোলের মাধ্যমে ইউরো কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোল রোনালদোর। মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০+ গোলের মালিক হলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো।