২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরেক ক্লাবে পরীমনির অপ্রীতিকর আচরণ

নিউজ ডেস্ক
পরীমনির অপ্রীতিকর আচরণের প্রসঙ্গে বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, ‘পরীমনির সঙ্গে নাকি একটি মেয়ে ছিল, সেই মেয়েকে অনেক চর থাপ্পর দিয়েছে, লাথি মেরেছে।’

ঢাকা অল কমিউনিটি ক্লাবে পরীমনির ভাঙচুরের খবরের পর রাজধানীর আরেক ক্লাবে অপ্রীতিকর আচরণের অভিযোগ উঠেছে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছে রাজধানীর বনানী ক্লাব।

বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, ‘এটা ৭ মাস আগের ঘটনা। এটা আমি এখনও জানতাম না, যদি না অন্যান্য ক্লাবগুলো থেকে এমন ঘটনা বের হতো। একজন আমাকে জানাল যে, জানেন প্রেসিডেন্ট সাহেব, এই মেয়েটা বনানী ক্লাবেও এমন করেছে। এই কথা শুনে আমি খবর নিলাম।’

ঘটনার বর্ণনা দিয়ে রুবেল আজিজ বলেন, ‘বনানী ক্লাবে তাদের একটা অনুষ্ঠান ছিল। সম্ভবত কোনো সিনেমার লঞ্চিং প্রোগ্রাম। সেখানে পরীমনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অ্যালকোহল আর ছিল না। কিন্তু তাকে অ্যালকোহল দিতেই হবে, এমন একটা পরিস্থিতি। এ জন্য তিনি অপ্রীতিকর আচরণ করেন।’

বনানী ক্লাবের প্রেসিডেন্ট জানান, তিনি গত পরশু সেই অনুষ্ঠানে থাকা বেয়ারাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে অপ্রীতিকর আচরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

কিন্তু এত দিন কেন বিষয়টি নিয়ে কথা ওঠেনি জানতে চাইলে রুবেল আজিজ বলেন, ‘এই ধরনের ক্লাব ফাংশনে এমন ঘটনা ঘটে। বার থাকলে সেখানে এমন অনেক ঘটনাই অতীতে ঘটেছে, এখনও ঘটছে।’

তিনি আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে বিষয়টি কেন আমাদের রিপোর্ট করা হয়নি, সেটা একটা মিসটেক। তবে এরও একটা কারণ আছে।’

কারণটি ব্যাখ্যা করে রুবেল আজিজ বলেন, ‘সাধারণত অনুষ্ঠানের পর বেয়ারাদের অনেকেই বকশিস দেয়। যে বেয়ারারা সেখানে কাজ করছিল তাদের বলা থাকতে পারে যে তোমরা এগুলো কিছু বলো না, এটা আমাদের ইনটার্নাল ম্যাটার। এমন ক্ষেত্রে বকশিসটাও বেশি পাওয়া যায়।’

অপ্রীতিকর আচরণের প্রসঙ্গে রুবেল আজিজ বলেন, ‘পরীমনির সঙ্গে নাকি একটি মেয়ে ছিল, সেই মেয়েকে অনেক চর থাপ্পর দিয়েছে, লাথি মেরেছে।’

আরো দেখুন
error: Content is protected !!