[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় নৌকা-জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১৭

ইন্দোনেশিয়ায় একটি কার্গো জাহাজ এবং একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিখোঁজ রয়েছে। দেশটির জাভা দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। কিন্তু ওই নৌকার পাঁচ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার করতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো দেখুন
error: Content is protected !!