২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় ফ্ল্যাটে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক।।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জার্মান ওই নাগরিকের নাম কাউশ্চমান হলগার। সে দ্য লনসাম ট্রাভেল লিমিটেড নামের একটি ট্যুরিস্ট প্রতিষ্ঠানের গাইড হিসেবে কাজ করতেন।

আজ (রোববার) সকালে উত্তরা ৫নং সেক্টরের ২/এ নং সড়কের ১০ নম্বর বাসার ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে ওই জার্মান নাগরিকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা কাউশ্চমান হলগার আত্মহত্যা করেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ওই জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

জানা যায়, ওই ফ্ল্যাটটিতে হলগার একাই বসবাস করতেন। তাঁর দেখাশুনার জন্য জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিয়োজিত ছিল।

চারদিন পর গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে জুয়েল হলগারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আরো দেখুন
error: Content is protected !!