২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর লকডাউন বাস্তবায়নে কুমিল্লা সদর দক্ষিণে দিনব্যাপী অভিযান অব্যাহত।

নিউজ ডেস্ক
কঠোর লকডাউন বাস্তবায়নে নিষেধাজ্ঞার তৃতীয় দিন সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসরক, সুয়াগাজী, চৌয়ারাসহ সদর দক্ষিনের বিভিন্ন এলাকায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ সহ সহকারী কমিশনার (ভূমি) তসলিমুন নেছা।

নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চালানোর এবং স্বাস্থবিধি লঙ্ঘনের দায়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমুন্নেছা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে (০৩ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত) ১৪ মামলায় ৮ হাজার ৭’শ টাকা জরিমানা করা আদায় করেন।

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। এবং জনস্বার্থে সরকারের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ভূমি তসলিমুন্নেছা জানান, করোনা মহামারি মোকাবেলায় সকলকে সচেতন করার পাশাপাশি লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!