২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি:সালমা পারভীন’র কবিতা-“আশীর্বাদ”

আশীর্বাদ

**********
সালমা পারভীন

    সুস্হ হয়ে ওঠো পৃথিবী,
    আলো ছড়াও,
    ঠিক আগের মতো,
    উজার করে ঢেলে দাও
    ভালোবাসার সওদা,
    যেমন দিতে আগে।

    মুখ তোল প্রকৃতি,
    অসুস্থ অবগুণ্ঠন খোল,
    হেসে ওঠো সাদা জোছনার মতো,
    যেমনি হাসি ছড়াতে চিরচেনা এই মাঠে।

    মুখর হয়ে উঠুক বোবা সন্ধ্যা,
    কুলায় ফিরে যাক ক্লান্ত বলাকা,
    কলকাকলিতে ভরে উঠুক ছোট্ট নীড়।

    ফিরে আসুক ফেরারি সময়গুলো,
    হারিয়ে গেছিলো যা,
    মিটিয়ে দিক সকল পাওনা,
    জনম জনম ধরে যা ছিলো দেনা।

    অভিমান ভোল পৃথিবী,
    বাড়িয়ে দাও আশীর্বাদের হাত,
    পূর্ণ করো প্রকৃতিরে,
    প্রচন্ড খরায় যে তৃষ্ণার্ত আজ।

    ফিরে এসো সকল দ্বিধা ভুলে,
    জাগো নতুন আলোর মশাল নিয়ে,
    ভিজো নবধারায়, নতুন আশির্বাদে।

আরো দেখুন
error: Content is protected !!