২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কুমিল্লায় ৬ জনের মৃত্যু, সনাক্ত আরো ১০৬

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ১০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১,১৬০ জন। এদিনে জেলায় নতুন মৃত্যু হয়েছে ৬ জনের।

এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৩৮। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ৪, উপজেলা ও সিটি করপোরেশন ভিত্তিক মৃতের সংখ্যা:

সিটি- ০১ (পুরুষ, ৬৬ বছর), বুড়িচং- ০১ (পুরুষ, ৩৭ বছর), চৌদ্দগ্রাম- ০১ (মহিলা, ৬০ বছর), দেবিদ্বার- ০১ (পুরুষ, ৫৪ বছর), আদর্শ সদর- ০১ (পুরুষ, ৬৮ বছর), চান্দিনা- ০১ (মহিলা, ৬০ বছর)

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশন- ৪৯, আদর্শ সদর- ৬, সদর দক্ষিণ- ২, বুড়িচং- ৭, ব্রাহ্মণপাড়া- ১, চান্দিনা- ৫, চৌদ্দগ্রাম- ৩, লাকসাম- ১০, বরুড়া- ৫, নাঙ্গলকোট- ১, দেবিদ্বার- ১, দাউদকান্দি- ১১, হোমনা- ৪, তিতাস- ১।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১,১৬০জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ৩৩৮ জন। নতুন ১০ জনসহ মোট ৯০৪৯ জন সুস্থ্য হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ৬৩,০২২ জনের ও রিপোর্ট পাওয়া গেছে ৬২,৫৪৮ জনের। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা:আজকের রিপোর্ট প্রাপ্তি: ৬, এদের মধ্যে নতুন সনাক্ত: নেই

আরো দেখুন
error: Content is protected !!