২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘লীগ’ শব্দ জুড়ে আ. লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই: ওবায়দুল কাদের

👁️নিউজ ডেস্ক ✒️
যে কোনো নামের সঙ্গে ‘লীগ’ কিংবা ‘আওয়ামী’ জুড়ে দিয়ে রাজনীতি চলবে না- এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের স্বীকৃত সংগঠনের বাইরে গিয়ে এসব রাজনীতি করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (২৫ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের রয়েছে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও বিভিন্ন উপকমিটি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, যে কোনো দলই যখন ক্ষমতায় থাকে তখন অনেক বসন্তের কোকিল এসে জড়ো হয় ওই দলের পেছনে।

আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আমরা এসব প্রশ্রয় দেব না। দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন, এসব আগাছা-পরগাছার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

দলের নেতাকর্মীদের প্রতি আমার পরিষ্কার বার্তা- গঠনতন্ত্রের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন না। যদি ব্যক্তিস্বার্থ হাসিল করার চিন্তা থাকে তাহলে আপনার জন্য আওয়ামী লীগ নয়। দলকে আপনি ব্যবহার করতে পারেন না। দল নাম ভাঙিয়ে যারা নিজের স্বার্থসিদ্ধির ধান্ধা করছেন, তাদেরকে এই মুহূর্ত থেকেই সাবধান হয়ে যেতে হবে।

আরো দেখুন
error: Content is protected !!