২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুল থেকে ফিরছেন ১২ বাংলাদেশি ও ১৬০ আফগান শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।
আফগানিস্তানে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক এবং ১৬০ জন আফগান শিক্ষার্থী দেশে ফিরছেন।

তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে আইএসএর ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে তারা সেখানে আটকে পড়েছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার রাতে গণমাধ্যমকে তাদের দেশে ফেরার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।

এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন। কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

ওই আফগান শিক্ষার্থদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু আইএসএর সন্ত্রাসী হামলার ফলে সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। 

আরো দেখুন
error: Content is protected !!