কুবির শীতকালীন ছুটি বাতিল, চলবে ক্লাস-পরীক্ষা
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজট কমাতে শীতকালীন ছুটিতে ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ ডিসেম্বর) একাডেমিক কাউন্সিলের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, করোনার ক্ষতি কমিয়ে আনতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এসময় সকল বিভাগের চলমান ক্লাস-পরীক্ষা চালু থাকবে।
এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চালু ও প্রশাসনিক দপ্তরও খোলা থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২ নভেম্বরে সশরীরে ক্লাস শুরু হয়।