কুমিল্লায় চৌদ্দগ্রামে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২
মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল, স্কার্ফ সিরাপ ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নাছের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিনরাস্তার মোড়ে অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ফেনসিডিল, ১৪৯ বোতল স্কার্ফ সিরাপ পাচারকালে শাহজালাল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী নাজমুল (২৩) পালিয়ে যায়। ধৃত শাহাজালাল উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত বারকু মিয়ার ছেলে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার এসআই শুভ দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিং ছুফুয়া রাস্তার মাথায় সন্দেহভাজন একটি সিএনজিকে থামতে সিগনাল দিলে সিএনজি চালক সাইফুল (২২) গাড়ী রেখে পালিয়ে যায়।
পরে সিএনজিতে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রিনা বেগম (৫০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত রিনা উপজেলা কালিকাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কাজী আব্দুস সোবহানের মেয়ে ও একই এলকার খোরশেদ আলমের স্ত্রী। এসময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত সিএনজি আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, ‘ভারতীয় ফেনসিডিল, স্কার্ফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।